সিলেক্ট প্লাস – Select Plus সিলেক্ট প্লাস শ্যাম্পু ব্যবহারের এবং কাজ

নারী-পুরুষ-শিশু সবাইকেই খুশিকি আক্রমণ করতে পারে সাধারণত খুশকি নাশক শ্যাম্পু অতিরিক্ত মাত্রায় খুশকি থেকে রক্ষা করতে পারে না। যার ফলে মানুষ হতাশাগ্রস্ত হয়ে নানান ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করে থাকেন। যার ফলে তারা ভালোভাবে রেজাল্ট পান না, তবে আমার মতে এটি ব্যবহারে এই সিলেক্ট প্লাস শ্যাম্পু ব্যবহারে আপনার অনেক ভাল ফলাফল পাবেন এর কোন খারাপ দিক নেই এবং স্থায়ীভাবে খুশকি দূর করতে পারে।   

সিলেক্ট প্লাস – Select Plus সিলেক্ট প্লাস শ্যাম্পু ব্যবহারের এবং কাজ


আজকে কথা বলবো ডাক্তার দ্বারা অনুমোদিত অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু সম্পর্কে। খুশকি আমাদের চিরকালের শত্রু। আমাদের অকালে চুল পড়ে যাওয়ার পেছনে খুশকি অন্যতম ভূমিকা পালন করে। সেই খুশকি থেকে মুক্তির জন্য ডাক্তাররা একটি সেরা সেম্পু সম্পর্কে আমাদেরকে ইউজ করতে বলেন। সেটি হচ্ছে সিলেক্ট প্লাস। এটি স্কয়ার কোম্পানির একটি শ্যাম্পু। আমরা অনেকেই জানি স্কয়ার ফার্মাসিটিক্যালস বাংলাদেশের ভিতরে ফার্মাসিটিক্যালস জগতের সেরা একটি কোম্পানি। তাই আজকে সেটাই রিভিউ করব অবশ্যই আমাদের পুরো আর্টিকেলটি ভালোভাবে পড়বেন তারপর এই আপনার যদি মনে হয় যে আপনি ইউজ করতে ইচ্ছুক তাহলে আপনি ইউজ করতে পারেন।



সিলেক্ট প্লাস শ্যাম্পু কিটোকোনাজল সমৃদ্ধ একটি শ্যাম্পু এটি এন্টিফাঙ্গাল এর বিরুদ্ধে কাজ করে। যেসব ফাংগাল আপনার স্ক্যাল্পে রয়েছে সেগুলো ধ্বংস করতে এবং খুশকি এবং চর্ম রোগ নিয়ন্ত্রণ করতে এবং প্রতিরোধ করতে এটি ব্যবহার করা হয়ে থাকে। এই সম্পর্কে ফাঙ্গাসের সাথে লড়াই করে আপনার স্ক্যাল্পকে হেলদি আর করে এবং ড্যানড্রাফ অর্থাৎ খুশকি দূর করে। মাথা চুলকানি এবং ধূসর সাদা বর্ণের চামড়া উঠা খুশকি তারপর অনিয়মিত সাদা অথবা কিছু থাকলে সেগুলো জন্য এটি কার্যকরী। এই সম্পর্কের 19 মিলিগ্রাম কিটোকোনাজল রয়েছে এবং এতে প্রচুর সালফেট একুয়া পারফিউম রয়েছে যা আমাদের চুলের খুশকি দূর করার জন্য কার্যকরী উপাদান। 


ব্যবহারবিধি

আপনার চুলকে ভালোভাবে বোঝাতে হবে তারপর সিলেক্ট প্লাস শ্যাম্পু টি হাতে নিয়ে মাথার তালু এবং চুলের ওপর মেসেজ করতে হবে মনে রাখবেন চুলের গোড়া থেকে আগা পর্যন্ত মেসেজ করতে হবে তারপর পাঁচ মিনিট পরে সেটি ধুয়ে ফেলতে হবে। এটি ব্যবহারের পরে কন্ডিশনার ব্যবহার না করাই ভালো।

আপনার মাথায় যদি খুশকির পরিমাণ বেশি হয় তাহলে সপ্তাহে তিনবার সিলেক্ট প্লাস শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি দুইদিন পর পর অথবা তিনদিন পর পর এটি ব্যবহার করতে পারেন। 


পার্শ্ব প্রতিক্রিয়া


এই সম্পর্কের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই তবে যদি আপনি ত্বকের উন্মুক্ত স্থানে লাগিয়ে রাখেন তাহলে একটু জ্বালাপোড়া অথবা অসুস্থ ঘটতে পারে কিটোকোনাজল শ্যাম্পুর সাধারণত স্মরণীয় এবং সহযোগী গ্রহণযোগ্য একটি ষড়ভুজের কোন ক্ষতিকারক দিক নেই। বর্তমানে বাংলাদেশে অনেক মানুষই এটি ব্যবহার করে আপনি ও আপনার চারপাশে খবর নিলে দেখবে না কেউ না কেউ shampoo টি ব্যবহার করছে। অবশেষে আমপট্টি শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। এটি একটি মেডিসিন শ্যাম্পু যার ফলে আপনি যদি আপনার ত্বকের ভিতরে অর্থাৎ আপনার মাথার স্ক্যাল্প এর মধ্যে যদি অন্য কোন কেমিক্যাল প্রোডাক্ট দিয়ে থাকেন বাদ দিতে থাকেন তাহলে সেটি বন্ধ করে ফেলুন শ্যামপুর উপর ভরসা রাখুন । শ্যাম্পু চোখে গেলে অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন।


সুবিধা

সিলেক্ট প্লাস শ্যাম্পু মাত্র কয়েক মিনিটের ভিতর আপনার মাথার খুশকি দূর করতে সক্ষম বলে তারা দাবি করে। তবে আপনার মাথা থেকে খুশকি সম্পূর্ণভাবে দূর করতে সিলেক্ট প্লাস শ্যাম্পু টি প্রত্যেক সপ্তাহে 3 বার করে ব্যবহার করতে হবে এছাড়াও খুশকি ফিরে আসায় এবং খুশকি রোধ করতে প্রতি সপ্তাহে একবার ব্যবহার করা চালিয়ে যেতে হবে। এটি খুবই ভাল একটি শ্যাম্পু বর্তমানে এটি খুব জনপ্রিয় বাংলাদেশ। চুলের প্রয়োজনীয় ভিটামিন ই পূরণ করে শ্যাম্পুটি চুল ওঠা বন্ধ করে চুলের তেলতেলে ভাব দূর করবে শ্যাম্পুটি এবং মাথার খুশকি তো দূর করবে। গর্ভবতী এবং বুকের দুধ খাওয়ানো অবস্থায় সিলেক্ট প্লাস শ্যাম্পু ব্যবহার করতে পারবেন। সিলেক্ট প্লাস শ্যাম্পু 375 মিলি প্লাস্টিকের একটি বোতলে আসবে। সিলেক্ট প্লাস শ্যাম্পু টির সুবাস অনেক সুন্দর এটি ব্যবহার করার অনেকক্ষণ পর্যন্ত সুভাষ থাকে এবং খুবই সুন্দর ফিল হয়। চুলের গোড়ায় যে সব ময়লা এগুলো দূর করে বিধায় চুলটা খুব ফ্রেশ লাগে। 



খারাপ দিক

সিম্ফোনি খুব পাতলা টাইপের তাই বেশিদিন ইউজ করা যায় না। আপনার যদি চুল বড় হয় তাহলে আপনি বেশি দিন এটি ইউজ করতে পারবেন না। মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাটি হয় যে তাদের চুল বড় থাকে তাই অনেক বেশি পরিমাণ শ্যাম্পু ইউজ করতে হয় যার ফলে এটি অনেক বেশি ব্যবহার করা লাগে। এছাড়া এ সম্পর্কে আমার তেমন কোন খারাপ দিক আমি পাইনি। 



খুশকি দূর করার জন্য অনেকে হয়তো ইউটিউবে নানা ধরনের ভিডিও এবং নানা ধরনের শ্যাম্পু সম্পর্কের ভিডিও দেখেছেন তবে আমি বলব যে আপনার যদি নরমালি চুল পড়া থেকে থাকে এবং হচ্ছে আপনার যদি খুশকি থেকে তাকে আপনি সিলেক্ট প্লাস শ্যাম্পু ব্যবহার করতে পারেনি সম্পর্ক খুবই ভাল একটি শ্যাম্পু ক্লাস হচ্ছে এটি কোম্পানির স্কয়ার কোম্পানির বিদায় বলাই যায় এর কোন খারাপ দিক নেই এবং এটি খুবই ভালো কাজ করবে। 


সিলেক্ট প্লাস – Select Plus সিলেক্ট প্লাস শ্যাম্পু ব্যবহারের এবং কাজ


দাম


এই সম্পত্তির দাম ১৫০ টাকা থেকে ২০০ টাকার মধ্যে হতে পারে।

আপনি কম টাকার ভিতরে যদি ভাল কোন শ্যাম্পু খুঁজে থাকেন ক্যামিক্যালমুক্ত এবং চিরস্থায়ী সমাধান পেতে চান তাহলে অবশ্যই সিলেক্ট প্লাস শ্যাম্পু টি আপনার জন্য বেস্ট একটি অপশন। এর ফলে আপনি দ্রুত আপনার খুশকির সমস্যা দূর হবে চুল সাইনিং হবে। আশা করি আজকের এই আর্টিকেলটি খুব হেল্প হবে আপনার জন্য। অবশ্যই আমাদের আর্টিকেলটি শেয়ার করে আপনাদের বন্ধুবান্ধব এর মধ্যে ছড়িয়ে দিবেন। 


তো প্রিয় বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের অন্য আর্টিকেলগুলো পড়বে না আমরা অনেস্ট রিভিউ দিয়ে থাকে। 


আমাদের অন্যান্য আর্টিকেল

Tresemme Keratin Smooth Shampoo

ডিউ ক্রিম ব্যবহারের নিয়ম । ও উপকারিতা

AR Vitamin E Moisturizing Cream Reviews

স্কিন ব্রাইট ক্রিম / Skin Brite Cream in Bangla Review 



Post a Comment

Previous Post Next Post