মেকআপ টিপস | সাজগোজ টিপস | Makeup Tips In Bengali

Makeup A to Z


পৃথিবীতে এমন কোন মেয়ে পাওয়া যাবে না যে কিনা মেকআপ পছন্দ করে না। একটি মেয়ের সৌন্দর্যকে অপরূপ ভাবে তুলে ধরার জন্য মেকআপ বেস্ট একটি অপশন বিয়ের মৌসুম হোক কিংবা অনুষ্ঠান হোক কিংবা কোনো ইতিবাচক মেয়েদের রূপ ফুটিয়ে তোলার জন্য এবং আরও আকর্ষণীয় করার জন্য রমনি থেকে ধরে সকল নারীদের একটাই প্রত্যাশা প্রচেষ্টা সেটি হচ্ছে সেরা মেকআপ। নারী জাতি যে কতটুকু অপরূপ সেটি ফুটে তোলা যায় মেকআপ এর মাধ্যমে। একটি অনুষ্ঠানে একটা নারীকে সবচেয়ে সুন্দর লাগার পেছনে কাজ করে হচ্ছে তার মেকআপ। তাই আজকে মেকআপ এর কথা চিন্তা করে কিভাবে নিজেকে ঠিকঠাক ভাবে সাজিয়ে তোলা যায় সেদিকে নিয়ে কথা বলবো। আশা করি পুরো আর্টিকেলটি আমাদের সাথেই থাকবেন। 

মেকআপ টিপস | সাজগোজ টিপস | Makeup Tips In Bengali


মেকআপ কিন্তু খুব ছোটখাটো একটি বিষয় না। মেকআপ একটি সাইন্স এর মত। আপনাকে বিভিন্ন বিষয় জানতে হবে আপনাকে কালার বুঝতে হবে আপনাকে মানুষের সৌন্দর্য ফুটিয়ে তোলার মত জ্ঞান থাকতে হবে। তবে সকল মেয়েরাই অন্য মেয়েকে সৌন্দর্য বিকশিত করার জন্য মেকআপ নিজেদেরকে তৈরি করে নিতে পারে। মেকআপ এর অনেকগুলো এলিমেন্ট থাকে সব গুলো কে সঠিকভাবে কাজে লাগানো এবং ফুটিয়ে তোলা টাই হচ্ছে মেইন কাজ। কেউ কেউ হাতে সময় থাকার জন্য বাহিরে যাওয়ার আগে ভালোভাবে মেকআপ করে বের হয় আবার অনেকে শুধুমাত্র লিপিস্টিক কাজল ব্যবহার করি বের হয় এটা ডিপেন্ড করে মানুষের উপর কে কখন মেকআপ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে সেটির উপর। মেকআপ করার জন্য আপনার মুখের গঠন অনুযায়ী মেকআপ জানা লাগবে শ্যামলা রঙের জন্য আলাদা মেকআপ ফর্সা রং এর জন্য আলাদা মেকআপ। মেকআপ করার সময় কোন ভুল গুলো করলে পুরো সিস্টেমটাই নষ্ট হয়ে যেতে পারে বিয়ের সময় কার মেকআপ কেমন হয় এবং মেকাপের টিপস বিভিন্ন প্রশ্ন উত্তর সম্পর্কে আজকের এই আর্টিকেলটি


মেকআপ করার সময় বিভিন্ন ধরনের সরঞ্জাম দরকার হয় যে সরঞ্জামগুলো আপনার নিকটস্থ কসমেটিকস দোকানে অথবা আপনার প্রিয় অনলাইন শপ এর মাধ্যমে আপনি অনায়াসেই টি দুই তিন দিনের ভিতরে কালেক্ট করতে পারবেন আপনার যখন মেকআপ সরঞ্জামগুলো কিনবেন তখন আপনি ইউটিউবে এগুলোর ব্যবহার দেখে নিতে পারেন কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে ড্রাইভ করতে হয় তো সে ক্ষেত্রে এতোটুকু হচ্ছে আপনার দায়িত্ব আমি আজকে ডিটেলসে বলব এই সব সরঞ্জাম সম্পর্কে।



১. আইলাইনার

মেকআপ টিপস | সাজগোজ টিপস | Makeup Tips In Bengali


চোখ নারীদের অপরূপ সৌন্দর্য। এই চোখকে আকর্ষণীয় করার জন্য এই আইলাইনার ব্যবহার করা হয়। একটি মেকাপের অত্যন্ত জরুরি একটি প্রোডাক্ট। চোখের নরমাল সেট থেকে আকর্ষণীয় একটি শেইপে নেওয়ার জন্য এই আইলাইনার ব্যবহার করা হয়। এই আইলাইনার দিয়ে চোখের নানা রকম স্টাইলে আঁকা যায় তৈরি করা যায়। এটি ডিপেন্ড করে কে মেকাপ করছে তার ওপর। অর্থাৎ আপনার চোখের লুক আপনি কীভাবে করবেন সেটি এর মাধ্যমে অনলাইনের আপনি নির্ধারিত করতে পারবেন। এক্ষেত্রে আপনি নীল সবুজ অথবা পিঙ্ক ইত্যাদি শ্যাডো ব্যবহার করতে পারেন এগুলো লিকুইড ও পাওয়া যায়।

 

২. ফাউন্ডেশন 

মেকআপ টিপস | সাজগোজ টিপস | Makeup Tips In Bengali


ফাউন্ডেশন হচ্ছে মেকআপ করার আগে অর্থাৎ সর্বপ্রথমে ব্যবহার করা হয়। কারণ ফাউন্ডেশন হচ্ছে মেকাপের পিলার অথবা বেস। অর্থাৎ মেকআপ যেটির ওপর অবস্থান করে। তাই আপনার যদি বেস মেকআপ ভালো না হয় অর্থাৎ ফাউন্ডেশন যদি ভালোভাবে তৈরি না হয় তাহলে কিন্তু আপনার মেকআপ ভালোভাবে এডজাস্ট হবেনা। এটি কেন ব্যবহার করা হয় এর এর অ্যানসার এর মধ্যে আসবে যে অনেকে রয়েলিটি অথবা মিক্স অথবা নরমাল অথবা লাইক ইত্যাদি ধরণের স্কিনটোন' থাকে তো তাদের সাথে যাতে মেকআপ বুঝতে পারে এই জন্যই ফাউন্ডেশন মূলত ব্যবহার করা হয়। 



৩. কনসিলার Concealer

মেকআপ টিপস | সাজগোজ টিপস | Makeup Tips In Bengali

মুখের ভিতর যেসব দাগ কালচে ভাব লাল লাল ছোপ লুকানোর জন্য মূলত কনসিলার ব্যবহার করা হয়।  এমনকি এই কনসিলারের মধ্যে ব্রন ও ঢাকা পড়ে। আপনি যখন দোকানে কনসিলার কিনতে যাবেন তখন অবশ্যই দেখে নিবেন আপনার স্কিন টোনের সাথে কনসিলার যাচ্ছে কিনা যদি ব্যালেন্স না হয় তাহলে কিন্তু সমস্যা তাই দেখেশুনে ভালোভাবে চেক করে কেনার টা জরুরী।


৪. আই শ্যাডো Eye Shadow

মেকআপ টিপস | সাজগোজ টিপস | Makeup Tips In Bengali


চোখের পাতার সৌন্দর্য বাড়াতে আইশ্যাডো ব্যবহার করা হয়ে থাকে। একটি সুন্দর আইশ্যাডো কিন্তু সকল মেয়েদের থেকে একটি মেয়েকে আলাদা করতে পারে। অতিরিক্ত রাত জাগা অথবা বিভিন্ন ধরনের সমস্যার কারণে অনেকেরই আইশ্যাডো কালো হয়ে যায় যার ফলে বিশ্রী লাগে দেখতে তাই আপনি যদি আইশ্যাডো ব্যবহার করেন তাহলে আপনার চোখের পতাকা অনেক সুন্দর লাগবে দেখতে। আই-শ্যাডো নানান ধরনের হয়ে থাকে লাল নীল পার্পেল সবুজ গোলাপি ইত্যাদি ইত্যাদি রঙের খুব সুন্দর আপনার যেটা মন চায় সেটাই আপনি কিনবেন। 


৫. লিপস্টিক lipstick

মেকআপ টিপস | সাজগোজ টিপস | Makeup Tips In Bengali


সব মেয়েদের ব্যাগে লিপস্টিক থাকে না। এমন কোন মেয়ে হয়তো বা খুঁজে পাওয়া যাবে না। মোটামুটি প্রত্যেকটা নারী লিপস্টিক ব্যবহার করে থাকেন। এটি সম্পর্কে তো আর কিছু বলার নেই আপনার লিপস্টিক আপনার চয়েজ আপনি মেকআপ অনুযায়ী রঙের লিপস্টিক ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন সেটি আপনি কিনে আনবেন। তবে আমার পরামর্শ থাকে থাকবে,  যে আপনার সফট পিঙ্ক অথবা অরেঞ্জ এইসব ফ্লেভারের লিপস্টিক লাগানোর বেটার। এতে করে ঠোঁটের স্বাস্থ্যও ভালো থাকে।


তো বন্ধুরা, আজকে আমরা পাঁচটা মেকআপ সরঞ্জাম সম্পর্কে কথা বললাম আজকের এই আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই এটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমাদের অন্য আর্টিকেলগুলো দেখে আসবেন।


সৌন্দর্য্য বাড়ানোর ঘরোয়া উপায় 


Post a Comment

Previous Post Next Post